রুশ হামলায় চেরনিহিভে এক দিনেই ৫৩ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ১৭, ২০২২, ০৯:১৩ পিএম

রুশ হামলায় চেরনিহিভে এক দিনেই ৫৩ জন নিহত

ইউক্রেনের উত্তরাঞ্চলীয় চেরনিহিভ শহরে রুশ সৈন্যদের হামলায় একদিনেই ৫৩ জনের মৃত্যু হয়েছে।রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ২২তম দিন বৃহস্পতিবার কাতারভিত্তিক টেলিভিশন চ্যনেল আলজাজিরার লাইভ আপডেটে এ তথ্য জানানো হয়।

আলজাজিরার খবরে বলা হয়, শহরটির গভর্নর ভিয়াচেস্লাভ চাউস জানিয়েছেন তারা ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। শুধুমাত্র বুধবারই রাশিয়ান বাহিনীর হাতে ৫৩ জন নিহত হয়েছে।

আরও পড়তে পারেন: রুশদের সাথে সমঝোতার জন্য জেলেনস্কির ৬ শর্ত

প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রাশিয়ার সেনাবাহিনী। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। যুদ্ধের ২২ তম দিন বৃহস্পতিবার রাজধানী কিয়েভের বিভিন্ন এলাকায়  ব্যাপক গোলাবর্ষণ অব্যাহত রেখেছে রুশ বাহিনী।

ইতোমধ্যে ইউক্রেনের প্রায় ৩০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এ ছাড়া দেশটির দুই ১৩ শ’ সেনা নিহত এবং রাশিয়ার ১২ হাজার সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।

তবে ইউক্রেনের ওই দাবি উড়িয়ে দিয়ে রাশিয়া বলছে যুদ্ধে তাদের ৫০০ সৈন্য নিহত এবং ২ হাজার ৮৭০ জনের বেশি ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন। অন্যদিকে, রুশ হামলায় এখন পর্যন্ত ৪৬ শিশুসহ ইউক্রেনের ৬৩৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জাতিসংঘ জানিয়েছে। অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্র বলছে, ইউক্রেনে আনুমানিক ৫ থেকে ৬ হাজার রুশ সেনা নিহত হয়েছে।

Link copied!