রুশ আগ্রাসনে ইউক্রেনের ৬৫ লাখ মানুষ গৃহহীন

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ২০, ২০২২, ০৩:৩০ এএম

রুশ আগ্রাসনে ইউক্রেনের ৬৫ লাখ মানুষ গৃহহীন

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের কারনে গতকাল শুক্রবার পর্যন্ত দেশটির ৬৫ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছে। এর মধ্যে শরণার্থীর সংখ্যাই ৩২ লাখ। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

চলমান যুদ্ধের কারণে ইউক্রেনের গৃহহীন হওয়া এসব শরণার্থীদের বিরাট অংশ আশ্রয় নিয়েছেন প্রতিবেশি দেশ পোল্যান্ডে। ইউএনএইচসিআর জানায়, প্রায় ২০ লাখ ইউক্রেনীয় ওই দেশে আশ্রয় নিয়েছেন।এছাড়াও, যুদ্ধের কারনে ইউক্রেনের প্রায় ১ কোটি ২০ লাখ মানুষ সরাসরি ক্ষতিগ্রস্থ হচ্ছেন।

প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রাশিয়ার সেনাবাহিনী। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। যুদ্ধের ২৪ তম দিন শনিবার রাজধানী কিয়েভের বিভিন্ন এলাকায় ব্যাপক গোলাবর্ষণ অব্যাহত রেখেছে রুশ বাহিনী। মুহুর্মুহ রুশ হামলায় প্রকম্পিত হচ্ছে ইউক্রেনের বন্দর নগরী মারিওপোলের কেন্দ্রস্থল। সেখানে ইউক্রেনের সামরিক বাহিনীর সাথে তুমুল গোলাগুলি চলছে রুশ বাহিনীর।

ইতোমধ্যে ইউক্রেনের প্রায় ৬৫ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এ ছাড়া দেশটির ১৩ শ’ সেনা নিহত এবং রাশিয়ার ১৩ হাজার ৮০০ সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।

তবে ইউক্রেনের ওই দাবি উড়িয়ে দিয়ে রাশিয়া বলছে, যুদ্ধে তাদের ৫০০ সৈন্য নিহত এবং ২ হাজার ৮৭০ জনের বেশি ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন। অন্যদিকে, যুক্তরাষ্ট্র বলছে, ইউক্রেনে আনুমানিক ৫ থেকে ৬ হাজার রুশ সেনা নিহত হয়েছে।

Link copied!