পুলিশ রক্ষক হয়ে ভক্ষকের পরিচয় দিয়েছে

নিজস্ব প্রতিবেদক

মে ১০, ২০২২, ০৪:৫৯ এএম

পুলিশ রক্ষক হয়ে ভক্ষকের পরিচয় দিয়েছে

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান উপলক্ষ্যে কুমিল্লার চান্দিনায় স্থানীয় ছাত্রলীগ ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে গুলিবর্ষণের ঘটনায় ড. রেদোয়ান আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আরও পড়তে পারেন: গুলির ঘটনায় এলডিপির মহাসচিব রেদোয়ান গ্রেপ্তার

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এলডিপির সভাপতি অলি আহমদ। রেদোয়ান আহমেদ আত্মরক্ষার্থে থানায় আশ্রয় নেওয়ার পর তাঁকে গ্রেপ্তার দেখানোর ঘটনায় পুলিশ রক্ষক হয়ে ভক্ষকের পরিচয় দিয়েছে বলেও তিনি মন্তব্য করেন। 

সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে অলি আহমদ বলেন, ‘কুমিল্লার চান্দিনায় এলডিপি আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে যাওয়ার সময় আওয়ামী লীগের সন্ত্রাসীরা এলডিপি মহাসচিব রেদোয়ান আহমেদের গাড়িতে যেভাবে ন্যক্কারজনক হামলা চালিয়েছে, তা বর্তমান গণবিচ্ছিন্ন সরকারের আমলে চলমান সন্ত্রাসী কর্মকাণ্ডের আরও একটি ঘৃণ্য বহিঃপ্রকাশ। আত্মরক্ষার্থে থানায় আশ্রয় নেওয়ার পর পুলিশ তাঁকে গ্রেপ্তার দেখানোর ঘটনায় পুলিশ রক্ষক হয়ে ভক্ষকের পরিচয় দিয়েছে।’

বিবৃতিতে এলডিপির মহাসচিবের গাড়িতে হামলার ঘটনায় জড়িত দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি ও রেদোয়ান আহমদের মুক্তি দাবি করেন অলি আহমদ।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সোমবার বিকেল ৪টার দিকে চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ ক্যাম্পাস-২ মমতাজ আহমেদ ভবনে কলেজ ছাত্রলীগ ও পৌর এলডিপি পাল্টাপাল্টি ঈদ পুনর্মিলনীর আয়োজন করে। দুপুর ১টার পর থেকে ছাত্রলীগের আয়োজনে স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগ নেতাকর্মীরা অনুষ্ঠানস্থলে উপস্থিত হতে শুরু করেন। দুপুর আড়াইটায় এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ কলেজ ক্যাম্পাস-২ প্রধান ফটকের সামনে গেলে স্বেচ্ছাসেবক লীগ নেতাদের সঙ্গে কথা হয়। পরবর্তীতে চলে যাওয়ার সময় তার গাড়িতে কেউ ঢিল ছুড়লে তিনি গাড়ির জানালা খুলে পরপর দুইটি গুলি করেন। এতে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই কর্মী গুলিবিদ্ধ হন।

এ ঘটনায় কাজী আখলাকুর রহমান জুয়েল নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলা দায়ের করলে  ৪ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার এম তানভীর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “পাল্টাপাল্টি সমাবেশ শুরু হওয়ার আগেই রেদোয়ান আহমেদ গাড়ি থেকে গুলি ছুড়েন। প্রাথমিকভাবে গুলি ছোড়ার সত্যতার প্রমাণ মিলেছে। কাজী আখলাকুর রহমান জুয়েল নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলা দায়ের করেন। ওই ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।”

Link copied!