পশ্চিমা দেশগুলো মিথ্যার সাম্রাজ্য: পুতিন

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ১, ২০২২, ০২:৫১ এএম

পশ্চিমা দেশগুলো  মিথ্যার সাম্রাজ্য: পুতিন

পশ্চিমা দেশগুলোকে মিথ্যার সাম্রাজ্য হিসেবে অভিহিত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের সূত্র ধরে কাতারভিত্তিক আলজাজিরার খবরে বলা হয়, পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর  কঠিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়ার পর এ নিয়ে প্রধানমন্ত্রী মিখাইল মিসুসতিন ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন পুতিন। ওই বৈঠকে রুশ প্রেসিডেন্ট পশ্চিমা্ দেশগুলোর কঠোর সমালোচনা করেন। 

বৈঠকে রুশ প্রেসিডেন্ট  বলেন, “প্রধানমন্ত্রী ও আমি নিষেধাজ্ঞার বিষয়ে কথা বলেছি। স্বাভাবিকভাবে কথিত পশ্চিমা কমিউনিটির নিষেধাজ্ঞার বিষয়টি মাথায় নিয়েছি।”

পুতিন বলেন, “কথিত পশ্চিমা কমিউনিটি যাদের আমি আগেই বলেছি ‘মিথ্যার সাম্রাজ্য’। এখন সেই নিষেধাজ্ঞা আমাদের দেশের বিরুদ্ধে বাস্তবায়ন করতে চেষ্টা চালাচ্ছে।”

এদিকে সোমবার রাশিয়ার ক্ষেপণাস্ত্র বাহিনী ও নৌবাহিনী উচ্চ সতর্কতামূলক অবস্থানে রাখা হয়েছে।  আল জাজিরার খবরে বলা হয়, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশনার পর সোমবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ ব্যবস্থা নেয়।

রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স তাদের খবরে জানিয়েছে, রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগু প্রেসিডেন্ট পুতিনকে অবহিত করেছেন, ক্ষেপণাস্ত্র বাহিনী, নৌবাহিনীর নর্দান এন্ড প্যাসিফিক অঞ্চলের নৌবহর ও দূরপাল্লার বিমান পরিচালনাকারী সংস্থা লড়াইয়ের অবস্থান নিয়েছে।

Link copied!