পশ্চিমাদের জবাবে এবার বিমান চলাচলে পাল্টা ব্যবস্থা রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ১, ২০২২, ০২:৩৩ এএম

পশ্চিমাদের জবাবে এবার বিমান চলাচলে পাল্টা ব্যবস্থা রাশিয়ার

ব্রিটেনসহ ৩৬টি দেশের জন্য রাশিয়া তাদের আকাশসীমা নিষিদ্ধ ঘোষণা করেছে।সোমবার এক বার্তায় এ ঘোষণা দেয় দেশটির সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ।

মার্কিন গণমাধ্যম সিএনএন’র এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। েকানাডা, যুক্তরাজ্যসহ পশ্চিমা বিশ্বের বেশ কয়েকটি দেশ তাদের আকাশ পথ ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের ২৪ ঘন্টার মধ্যেই পাল্টা ব্যবস্থা নিল ক্রেমনিল।

এদিকে চলমান উত্তেজনা নিরসনে রাশিয়ার সঙ্গে আলোচনা শুরু করেছে ইউক্রেন। অভিযান শুরুর দীর্ঘ পাঁচ দিন পর বেলারুশ সীমান্তের গোমেল শহরে আলোচনায় বসল রাশিয়া ও ইউক্রেন।

জেলেনস্কি সরকারের এক বিবৃতিতে বলা হয়, আলোচনার মূল বিষয় হলো অবিলম্বে যুদ্ধবিরতি এবং ইউক্রেন থেকে সেনা প্রত্যাহার।

এদিকে, অভিযানের পঞ্চম দিনে ইউক্রেনের রাজধানী কিয়েভ ও দেশটির দ্বিতীয় বৃহত্তম শহরে খারকিভে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ ছাড়া দেশটির শহর চেরনিহাইভের একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া।

প্রসঙ্গত, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়ার সামরিক বাহিনী। সোমবার  দেশটির ৪টি শহরে দখলে নিয়েছে রুশ বাহিনী। হামলা শুরুর পর থেকে গত চার দিনে আনুমানিক ৫ হাজার ৩০০ রুশ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন সরকার।

সোমবার ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। তবে ইউক্রেন সরকারের এই দাবি নিশ্চিত করতে পারেনি বিবিসিসহ পশ্চিমা বিশ্বের বিভিন্ন গণমাধ্যম।

Link copied!