ইউক্রেনে প্রথম সামরিক সরঞ্জাম পাঠিয়েছে পোল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক

ফেব্রুয়ারি ২৬, ২০২২, ০৭:৪৬ পিএম

ইউক্রেনে প্রথম সামরিক সরঞ্জাম পাঠিয়েছে পোল্যান্ড

গত বৃহস্পতিবার রাশিয়ার হামলা শুরুর পর ইউক্রেনের সহায়তায় দেশটিতে সর্বপ্রথম প্রকাশ্যে সামরিক সরঞ্জাম পাঠিয়েছে পোল্যান্ড।  

ইউক্রেনের রাজধানী কিয়েভের সামরিকঘাঁটিতে রুশ সৈন্যরা হামলা চালিয়েছেন। এ ছাড়া কিয়েভে গোলা বিস্ফোরণের খবরও পাওয়া গেছে। এই হামলার মধ্যেই ইউক্রেনে গোলাবারুদসহ সামরিক সরঞ্জাম পাঠালো পোল্যান্ড।

গতকাল শুক্রবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী মারিওস ব্লাকজ্যাক এক টুইটবার্তায় বলেন, এটি ইউক্রেনে সামরিক সহায়তার প্রথম প্রকাশ্যে চালান।

আরও পড়ুন: ভোরের কিয়েভ হয়ে উঠেছে মুখোমুখি রণাঙ্গন

তিনি বলেন, “আমরা ইউক্রেনকে গোলাবারুদসহ সামরিক সরঞ্জাম পাঠিয়েছি। ইতোমধ্যে আমাদের দেওয়া সব সরঞ্জাম ইউক্রেন সেনাদের কাছে পৌঁছেছে।আমরা ইউক্রেনীয়দের পাশে দাঁড়িয়েছি। রুশ আগ্রাসনের বিরুদ্ধে সংহতি প্রকাশ করছি।”

আরও পড়ুন: সাড়ে ৩ হাজার রুশ সেনা নিহত ও ২০০ জনকে বন্দির দাবি ইউক্রেনের

এদিকে, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, তাদের সেনাবাহিনী কিয়েভের কাছে কিয়েভ হস্তমেল বিমানঘাঁটির নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। তারা দাবি করছে, এ সময় ইউক্রেনের বিশেষ বাহিনীর ২০০ সৈন্য নিহত হয়েছেন এবং রাশিয়ার পক্ষে কেউ হতাহত হয়নি।

Link copied!